আনন্দ-উচ্ছ্বাসে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

ঢাকার আকাশে সূর্য উঠতেই রমনা বটমূল থেকে শুরু হয়েছে বাংলা ১৪৩২ সনের পহেলা বৈশাখ উদযাপন। ছায়ানটে ঐতিহাসিক বর্ষবরণ আয়োজন এবারের প্রতিপাদ্য বিষয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

এদিকে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করেছে।

পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। 

এবারের নববর্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গিকার প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রাষ্ট্রীয় শুভেচ্ছা বার্তায় বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours