নির্বাচনের দাবিতে আন্দোলনের হুশিয়ারি দিলেন ফখরুল

নির্বাচন পেছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে জনগণের স্বার্থে প্রয়োজন হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারত-পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র নয়, বিএনপি শুধু বাংলাদেশপন্থি জানিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মাদানী অ্যাভিনিউ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রস্তুত থাকতে হবে- আপনাদের আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে। আমরা সেটা হতে দেবো না, খুব পরিষ্কার কথা। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো, ইনশাআল্লাহ।

বিএনপির মহাসচিব বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকেই দেবো, এ অবস্থার মধ্যদিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখন বলছি, আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি এ ঈদসামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে। আমি কথাটা বলছি এ জন্য যে, আমাদের প্রস্তুত থাকতে হবে

তিনি বলেন, খুব পরিষ্কার কথা। যে যেখানেই থাকেন, সেই ইউনাইটেড স্টেটের থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদের কেউ বিপথে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য কারও পক্ষে আমরা নই।

মির্জা ফখরুল বলেন, পরিষ্কার কথা। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবোই করবো ইনশাআল্লাহ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours