গাঁজা সেবনে বাধা দেওয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নুরুল হক (৫৩) নামের এক পল্লী চিকিৎসককে কাচি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬ টার দিক লোহাগাড়ার কলাউজান কানুরাম বাজার এলাকায় নিহতের চেম্বারে এই ঘটনাটি ঘটে।

এই ঘটনায় জড়িত সজিব বড়ুয়া (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করেছেন স্থানীয়রা। তিনি পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ড বড়ুয়া গ্রামের খোকা বড়ুয়ার ছেলে। আর নিহত নুরুল হক উপজেলার কলাউজান বলিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সজিব বড়ুয়া নিহত পল্লী চিকিৎসক নুরুল হকের চেম্বার পাশে একটি টেইলার্সে বসে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। নুরুল হক তাদের গাঁজা সেবনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎসককে মারধর করেন সজীব। একপর্যায়ে সজীব মুখে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই পল্লী চিকিৎসককে। এরপর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চকিৎিসক তাকে মৃত ঘোষণা করনে।

এদিকে, পল্লী চকিৎিসকের খুনের ঘটনায় উপজলো কলাউজান কানুরাম বাজারে বিক্ষোভ মিছিল করেন বাজাররে ব্যবসায়ী ও স্থানীয়রা

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours