সেই এক কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশের ক্রিকেট। দেশের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলার সময় অল্প সময়ের ব্যবধানে দুই দফা হার্ট অ্যাটাক করেন তিনি।
এই ঘটনার পর পুরো ক্রিকেট মহলে নেমে আসে শঙ্কার ছায়া। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়া হয়, যার ফলে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করে হার্টে একটি রিং পরানো হয়।
চিকিৎসকদের মতে, পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। তার ভাষ্য মরত, বর্তমানে তামিমের অবস্থা স্থিতিশীল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ঘুমিয়ে আছেন
মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও জানান, আজ (মঙ্গলবার) দুপুরে তামিমের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে তাকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এদিকে তামিমের হঠাৎ অসুস্থতায় ভেঙে পড়েছেন তার সতীর্থরা ও ভক্তরা। দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। ভারতের সাবেক ক্রিকেটাররাও তার জন্য শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও সামাজিক মাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন প্রার্থনা করছেন, তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
+ There are no comments
Add yours