‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই’

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দেশের চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও কোন অধিকার নেই অভিযান চালানোর।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘মব হচ্ছে এটা অস্বীকার করব না। মব প্রতিরোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।’

মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours