চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুর রহমান নয়ন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ডেঙ্গুতে আক্রান্ত ছিল। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম ১১ দিনে জেলায় মোট ১৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত মারা গেছেন ৪ জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, জেলায় চলতি বছরে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে মারা গেছেন ৯ জন।
+ There are no comments
Add yours