সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ শেষে গত ৫ সেপ্টেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের দঙ্গে ফেরেননি সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার একই দিনে ইংল্যান্ডের বিমান ধরেছেন। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি।
আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) টনটনে সমারসেটের বিপক্ষে সারের হয়ে খেলবেন সাকিব। এই চারদিনের ম্যাচটি খেলেই আবার জাতীয় দলের ক্যাম্পে ফিরবেন তিনি।
এই মাঠে একটি সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি।
সাকিবের দলে আছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। দলটি হয়ে ইনিংস ওপেন করেন ররি বার্নস, উইল জ্যাক, বেন ফোকসের মতো তারকারা। তাদের সঙ্গে এবার সাকিবের যোগ দেওয়াটা নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে।
আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। টেস্ট সিরিজে তার খেলা নিশ্চিত করেছে বিসিবি।
+ There are no comments
Add yours