ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম।

ঢাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট অধ্যাপক শামছুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এ নিয়োগ প্রদান করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী মাননীয় উপাচার্য আপনাকে (ড. শামছুল আলম) কাজে যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করেছেন। 

বিজ্ঞপ্তিতে ৪টি শর্ত উল্লেখ করে বলা হয়,  
১। প্রভোস্ট সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন, 
২।  বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন, 
৩। এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
৪।  বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে। 

অধ্যাপক শামছুল আলম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিতের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের ওপর আমরা কোনোকিছু চাপিয়ে দেবো না, হলে কোনো ধরনের স্বৈরতন্ত্র চলবে না। অধিকাংশ শিক্ষার্থী যা চাবে সিদ্ধান্ত সেই মোতাবেক হবে। শিক্ষার্থীরা টাইম টু টাইম তাদের সমস্যা জানাবে। আমরা তাদের সাথে মতবিনিময় করবো, সবাইকে নিয়ে কাজ করতে চাই।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours