সদ্যই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিন্দি হরর-কমেডি সিনেমা 'স্ত্রী-টু'। জনপ্রিয় বলিউড ছবি স্ত্রী ২০১৮-র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল মুক্তির সঙ্গেই ভক্তদের মধ্যে রীতিমতো সাড়া পড়ে গেছে।

এবার ওটিটিতে আসছে ‘স্ত্রী-টু’

সদ্যই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিন্দি হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী-টু’। জনপ্রিয় বলিউড ছবি স্ত্রী ২০১৮-র বহু প্রতীক্ষিত সিক্যুয়েল মুক্তির সঙ্গেই ভক্তদের মধ্যে রীতিমতো সাড়া পড়ে গেছে। তবে, ওটিটি প্রেমীদের জন্য রয়েছে সুখবর। শীঘ্রই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

এক সূত্রে বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্টের খবর, বহুজাতিক সংস্থা অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্ম, ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ এই সিনেমার স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে। যদিও, ঠিক কবে থেকে অ্যামাজন প্রাইমে ‘স্ত্রী-টু’ দেখা যাবে, তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, হলে মুক্তির মোটামুটি মাস দুয়েক পর থেকেই, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যেই ওটিটিতে এই সিনেমাটি দেখতে পাবেন দর্শকেরা।
এর আগে গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘স্ত্রী-টু’। ভয়-সাসপেন্স-হাসিতে ভরপুর নতুন এই সিনেমাটি তার প্রিকোয়েল ‘স্ত্রী’-র ধারাই অব্যাহত রাখা হয়েছে। ফলে দর্শকদের অনুমান, ‘স্ত্রী’-র পদাঙ্ক অনুসরণ করে ‘স্ত্রী-টু’-ও সুপারহিট হবে। ‘স্ত্রী’-র পরিচালক অমর কৌশিকই এই সিকোয়েল পরিচালনা করেছেন। এবং এই ছবিতে আগের সিনেমার মতোই রয়েছেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী’ সিনেমায় তারা যে চরিত্রে অভিনয় করেছিলেন, ‘স্ত্রী-টু’-তেও পুনরায় তারা সেই চরিত্রেই অভিনয় করছেন।
বক্স অফিসে ১৫ দিন ধরে যেন একভাবে দাপিয়েছে স্ত্রী-টু। মাত্র ১৫ দিনেই সাড়ে চারশো কোটি ছাড়িয়েছে এই ছবি- এমনটাই সাচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ‘স্ত্রী-টু’ ছবিটি তৃতীয় বৃহস্পতিবার বক্স অফিসে ৮ কোটি ২৫ লাখ রূপি আয় করেছে। ফলে বর্তমানে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ভৌতিক কমেডি ছবিটির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ৪৩২ কোটি ৮০ লাখ রুপিতে; মুক্তির দিন প্রায় ৫২ কোটি রূপি আয় করে ছবিটি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours