অবৈধ প্রবাসীদের বৈধ হওয়া এবং কোনো জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত।

অবৈধ প্রবাসীদের বিমানের টিকিটে বিশেষ ছাড় দিচ্ছে আমিরাত

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়া এবং কোনো জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশটিতে শুরু হচ্ছে সাধারণ ক্ষমা। যা পরবর্তী দুই মাস পর্যন্ত চলবে।
এই সময়টায় অবৈধরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এছাড়া যারা দেশে ফিরতে চান তারাও নির্বিঘ্নে ফিরে যেতে যেতে পারবেন।
এরমধ্যে আরেকটি বড় ঘোষণা দিয়ে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের সাধারণের চেয়ে কম দামে বিমানের টিকিট দেওয়া হবে।
আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের উপ-মহাপরিচালক মেজর জেনারেল ওবাইদ মুহুাইর বিন সুরোর সংবাদমাধ্যম খালিজ টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তারা আমিরাতের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন। যেসব অবৈধ প্রবাসী দেশে ফিরতে চান কিন্তু অর্থাভাবে ফিরতে পারছেন না তাদের সহায়তা করবে এই সংস্থাগুলো। যার মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং আল আরাবিয়া।

সাধারণ ক্ষমার সুবিধা কারা কারা ভোগ করতে পারবেন এ ব্যাপারে গতকাল বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।
সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন।
এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে; কিন্তু কাগজপত্র করা হয়নি। তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

আইসিপি বলেছে, “যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারও আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো ধরনের জরিমানা নেওয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেওয়া হবে না।”

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours