ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণ নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। এরমধ্যেই নতুন করে সামনে এলো চিকিৎসককে হেনস্তার একটি ভিডিও

চুলের মুঠি ধরে নারী চিকিৎসককে রোগীর মারধর 

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণ নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। এরমধ্যেই নতুন করে সামনে এলো চিকিৎসককে হেনস্তার একটি ভিডিও। এতে দেখা যাচ্ছে, এক পুরুষ বয়স্ক রোগী নারী চিকিৎসকের চুলের মুঠি ধরে হাসপাতালের বেডের সঙ্গে মাথা ঠোকাচ্ছেন।
এরপর আশাপাশে যেসব চিকিৎসক ছিলেন তারা নারী চিকিৎসককে বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন এবং হামলাকারী রোগীকে নিবৃত করেন।

ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙটেশ্বর ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (এসভিআইএমএস) হাসপাতালে। হামলার শিকার নারী চিকিৎসক এক চিঠিতে হাসপাতালের পরিচালককে বলেছেন, “গত শনিবার হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগে কাজ করছিলাম। তখন অপ্রত্যাশিতভাবে বাঙ্গারু রাজু নামের এক রোগীর হামলার শিকার হই। তিনি আমার পেছন থেকে আসেন। আমার চুল ধরে টান দেন এবং জোর করে হাসপাতালের বেডের লোহার রডের সঙ্গে আমার মাথা ঠোকরানো শুরু করেন। ওই সময় আমাকে সাহায্য করার জন্য কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না।”

তিনি চিঠিতে আরও বলেছেন, “এ ঘটনা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যদি রোগীর হাতে ধারালো কোনো কিছু থাকত তাহলে ঘটনা অন্যদিকে গিয়ে ভয়ানক পরিণতি হতে পারত।”
নারী চিকিৎসকের উপর হামলার পর ওই হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তবে হাসপাতালের রোগী কেন দৌড়ে এসে চিকিৎসকের উপর হামলা চালালেন এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours