বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। 

বন্যার্তদের পাশে থাকার আহ্বান শিশুশিল্পী লুবাবার

বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে  এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল শিশুশিল্পী সিমরিন লুবাবা। 

এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।
তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন শিশুশিল্পী লুবাবা।

বন্যায় অসহায় মানুষদের সাহায্যের আহ্বান জানিয়ে পোস্টে লুবাবা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

এ শিশুশিল্পীর ভাষ্য, ‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায়।’

পোস্টের শেষে লুবাবা লিখেছেন, ‘আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

লুবাবার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মাহমুদ নামে একজন সে পোস্টের কমেন্ট বক্সে বলেন, ‘মানুষ চেনা যায় দু:সময়ে, তুমি এতো ছোট্ট একটা মেয়ে হয়েও যেভাবে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াও গর্ব হয় তোমাকে নিয়ে। এগিয়ে যাও মামুনি, আল্লাহ তোমার সহায় হোন।’

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours