প্রথম সফরে থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাওয়ার সম্ভবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের সাত শীর্ষ নেতার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ব্যাংকক যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, ড. ইউনূস সম্মেলনে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রথম বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারও কারও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারপ্রধান আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন। পরদিন ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিবেন। আগামী ৫ সেপ্টেম্বর ড. ইউনূস ঢাকায় ফিরবেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours