মেসেজ করলেই দুঃখ প্রকাশ করছেনসুখন, বলছেন নিজের লজ্জার কথা!

মোটিভেশনাল স্পিকার হিসেবেই অধিক পরিচিত সোলায়মান সুখনের মোটিভেশনাল ভিডিও দেখেনি বা শোনেনি এমন খুব কম মানুষই পাওয়া যাবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মান সুখন। তার এই নীরবতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এক প্রকার তুলাধুনার শিকার হচ্ছেন।

এর মধ্যে সংগীত শিল্পী তাসরিফ খানকে টাকার বিনিময়ে আওয়ামী সরকারের পক্ষে ভিডিও করতে চাপ প্রয়োগ করার অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন নতুন করে।

এমন পরিস্থিতি এবার নিজের ফেসবুকে পেইজে দুঃখ প্রকাশ করে মেসেজের অটো রিপ্লাই সেট করে রেখেছেন তিনি। সেখানে তার সীমাবদ্ধতার কথা ও অনুশোচনার কথা প্রকাশ করেছেন।

তরুণদের বদৌলতে জনপ্রিয়তা পাওয়া সুখন চুপ ছিলেন তরুণদের অংশগ্রহণে হওয়া কোটা সংস্কার আন্দোলনে। সেই অনুশোচনা প্রকাশ পেয়েছে তার মেসেজে। তার ফেসবুকে পেজে দেখা যায় কেই তাকে মেসেজ দিলে তিনি তার রিপ্লাইয়ে লিখছেন:

“গালি প্রাপ্য সেটা মেনে নিয়ে শুধু একটা কথাই বলবো গত ১১ জুলাই মেধার পক্ষে ভিডিও পোস্ট করার পর থেকে অনেক হুমকি আর চাপ মোকাবেলা করে নিজেকে এবং পরিবারকে সেফ করে রাখতে হয়েছে। আমি আমার জায়গা থেকে অনিয়ম নিয়ে বছরের পর বছর কথা বলার চেষ্টা করেছি তবে ছাত্ররা যে বলিষ্ঠতার সাথে পরিবর্তন শুরু করতে পেরেছে আমরা আগের প্রজন্ম সেটা পারি নি।’ দু:খিত, লজ্জিত!”


You May Also Like

More From Author

+ There are no comments

Add yours