বিশিষ্ট কবি ও সাংবাদিক সৌমিত্র দেবকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন তার দীর্ঘদিনের সহকর্মী লেখক ও প্রকাশকরা। শনিবার বিকেল রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে জাতীয় লিটল ম্যাগাজিন পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।
লিটল ম্যাগাজিন ‘লোক’-এর সম্পাদক কবি অনিকেত শামীম-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বগণ।
অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় কবি নাসির আহমেদ, খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী এবং কবি রিসি দলাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকাশক আরিফ নজরুল।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব ছিলেন অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতিনিধি, যিনি আজীবন মানবিক মূল্যবোধ, স্বাধীনতা, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন। তার সাহিত্যকর্ম ও রাজনৈতিক সচেতন ভূমিকা ইতিহাসে অনন্য হয়ে থাকবে। মৌলভীবাজারের মনুপাড় থেকে তিনি দ্যুতি ছড়িয়েছে জাতীয় সাহিত্যঙ্গন ও সাংবাদিকতায়।

স্মরণসভায় কবি সৌমিত্র দেব এর সাহিত্য, সাংবাদিকতা ও এক্টিভিজমের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কবি গোলাম মোরশেদ চন্দন, প্রকাশক মোস্তফা সেলিম, কবি শাহরিয়ার জাহাঙ্গীর, কবি কুতুব হিলালী, কথাসাহিত্যিক শামস সাঈদ, কবি নুরুন্নবী ভোলা, কথাসাহিত্যিক অনিরুদ্ধ দিলওয়ার, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি রেজাউল করিম, কবি ফজলুল হক, কবি আলমগীর মালেক, সাংবাদিক মামুন খান, স্টার্টআপ গিল্ড বাংলাদেশ এর আহবায়ক মাহমুদুল হাসান, ‘মেঘ’ সম্পাদক শাহীন লতিফ, কবি জালাল উদ্দীন আহমেদ, কবি নাসিমা রহমান শিউলী, কবি সালাউদ্দীন খোকা, কবি সোহেল মাজহার, কথাসাহিত্যিক রণজিৎ সরকার ও বোরহান মাসুদ।
সভায় বক্তারা সৌমিত্র দেব-এর সাহসী ভূমিকার পাশাপাশি তাঁর কবিতায় প্রতিফলিত সমাজচেতনা, মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা এবং ভাষা-সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার কথা উল্লেখ করেন।
এসময় অন্তভর্তিকালীন সরকার দ্বারা ৭ই মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণ দিবস বাতিলের প্রতিবাদ করায় সৌমিত্র দেব লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কবি ও সাহিত্যিকগণ সৌমিত্র দেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
+ There are no comments
Add yours