চাঁদপুর মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) বিকেলে ফরাজীকান্দি ইউনিয়নে ছোটহলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবেল (৩৫) ও রাজিব (৩২)। তারা ওই এলাকার চাঁন মিয়া প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত একে অপরের ভাই। বাড়িতে নতুন বিল্ডিং করার জন্য নির্মাণ সামগ্রী আনা শুরু করেছেন। ঘটনার দিন বিকেলে ইটে মটরের সাহায্যে পানি দেওয়ার সময় বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রুবেল ও রাজিব। আহত অবস্থায় তাদেরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে আরেক ভাই তাকে বাঁচাতে গিয়ে আহত হন। পরে তারা আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ওই পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
+ There are no comments
Add yours