শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাকশ্রমিকেরা।
এসময় কান্নায় ভেঙে পড়েন শ্রমিকরা। তারা বলেন, আমাদের কয়েকজনকে অল্প কিছু টাকা দিয়ে প্রচার করা হচ্ছে কোম্পানির গাড়ি বিক্রি করে নাকি শ্রমিকদের বেতন ভাতা দেয়া হচ্ছে। এটি মিথ্যা। আমরা এখনো ৩ মাসের বেতন পাইনি। এই ঈদে সন্তানের মুখে হাসি ফোটাব কিভাবে?
এদিকে শুক্রবার বিকেল ভুখা মিছিল করেন শ্রম ভবনের সামনে অবস্থানরত পোশাকশ্রমিকরা। মিছিলের সময় তাদের হাতে ‘বেতন দাও’ লিখা বাসন দেখা যায়।
মিছিলটি শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন হয়ে জিপিও মোড়, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক ঘুরে পুনরায় শ্রম ভবনের সামনে গিয়ে শেষ হয়।
+ There are no comments
Add yours