ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসনের ন্যায় শিক্ষার্থীরাও বন্যার্তদের বাড়িতে গিয়ে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে।

প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের পাশে শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। স্থানীয় প্রশাসনের ন্যায় শিক্ষার্থীরাও বন্যার্তদের বাড়িতে গিয়ে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে পুরো আখাউড়া উপজেলায় ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ঢলে বুধবার সকালে আখাউড়া থেকে আগরতলা যাওয়ার আব্দুল্লাহপুর এলাকার সড়কের অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে যায়। এতে দুই প্রান্তের বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর সেই পানির প্রবাহে আটকে পড়ে আব্দুল্লাহপুর গ্রাম। ১৫-২০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পানিবন্দিদের জন্য কাজ করে প্রশাসন। প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। কোথাও বুক পানি, কোথাও আবার কোমর পানি। এ সময় সাঁতরে বন্যাকবলিতদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
একাধিক শিক্ষার্থী বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছি। গত মঙ্গলবার রাত থেকে বন্যার্তদের বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে আনাসহ খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করছি। তবে অনেকেই আছেন যারা বাড়ি ছেড়ে আসতে চাননি, তাদের ফোন নম্বর দেওয়া হয়েছে। যেন প্রয়োজনে যোগাযোগ করতে পারে। যতদিন এই দুর্ভোগ শেষ না হবে আমরা সচেষ্ট থাকব
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল বলেন, পাহাড়ি ঢলে আখাউড়া প্লাবিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নির্দেশনায় ২০ সদস্যের একটি রেসকিউ দল গঠন করা হয়েছে। তারা বন্যার্তদের সংবাদ পেলে ছুটে যাচ্ছে। পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা সর্বাত্মক সহযোগিতা করছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours