ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা শাহবাজ শরিফের, পাকিস্তান সফরের আমন্ত্রণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।

এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি ও ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার পোস্টে আরও লিখেছেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ চলতি বছরের ২২ এপ্রিল ঢাকা সফর করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির ওপর আলোচনা হবে।

শাহবাজ শরিফ আরও জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এছাড়া তিনি বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours