একেবারেই বোলিং সহায়ক পিচ। শেষদিনে ২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাই হাতে পর্যাপ্ত ওভার থাকলেও কোনো ঝুঁকি নেয়নি সাকিব আল হাসানের কাউন্টি দল সারে। তবে অতিমাত্রায় রক্ষণাত্মক সেই ব্যাটিং থেকে সারের কোনো লাভই হয়নি। একের পর এক উইকেট হারিয়েছে দলটি। শেষদিনে জ্যাক লিচ আর আর্চি ভনের তোপে হারের শঙ্কায় গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
এরইমাঝে দলের বিপদ বাড়িয়েছেন সাকিব আল হাসান। চার উইকেট পতনের পর নেমেছিলেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের কাছ থেকে ম্যাচ বাঁচানোর মতো এক ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু ব্যাট হাতে সাকিব যে এখন খুবই বিবর্ণ। নিজের ৫ম বলে আর্চি ভনের বাইরের দিকে যাওয়া এক বলে খোঁচা দিয়ে হলেন আউট। প্রথম ইনিংসে ১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে সাকিব মেরেছেন ডাক। ৫ বলে ০ রান করে আউট হয়ে দলের বিপদও বাড়িয়েছেন বাংলাদেশের তারকা।
+ There are no comments
Add yours