কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুজন নিহত হয়েছেন।  সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। 

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে আশরাফ আলী (৪৯) ও আইনুল ইসলাম (৩৫) নামের দুজন নিহত হয়েছেন। 
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদরের পাঁচগাছী ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, নিহত দুজন একই এলাকার বাসিন্দা। তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তাদের ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় তারও।

স্থানীয় ইউপি সদস্য মো. আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুই কৃষকের নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours