ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক

বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ মার্চ) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

মুশফিক তার পোস্টে বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমরা হয়তো তেমন কোনো সাফল্য পাইনি, তবে যখনই আমি দেশের হয়ে মাঠে খেলতে নেমেছি, নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি।’

তিনি আরও লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেন।’

মুশফিক তার ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে পরিবার, বন্ধু এবং ভক্ত-সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান।

বাংলাদেশের জার্সিতে মুশফিক ২৭৪টি ওয়ানডে ম্যাচে ২৫৬ ইনিংসে ৭ হাজার ৭৯৫ রান করেছেন। তার নামের পাশে ৯টি শতক এবং ৪৯টি অর্ধশতক রয়েছে।

You May Also Like

More From Author