ঈদের চাঁদ দেখা গেছে সৌদিতে

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।

আজ (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) দেশটির সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত কমিটির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট দেওয়া ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এবং খালিজ টাইমসও জানিয়েছে একই তথ্য।

এর আগে দেশটির জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, সুদাইরের চাঁদ দেখা কেন্দ্রে আজ (শনিবার) সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। এর ৮ মিনিট পরে চাঁদও অস্ত যাবে। চাঁদ দেখা যাওয়ার সময় কম বা বেশি যাই হোক, আকাশ পরিষ্কার থাকলে তা দেখা সম্ভব।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours