৭ সেপ্টেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। 

ইউরোপে এআইইউবির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

৭ সেপ্টেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুগলের প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, ঊর্ধ্বতন পরিচালক ও এআইইউবির সাবেক শিক্ষার্থী জাহিদ সবুর এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদীন।

ইউরোপের বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৩০০ জন এআইইউবির সাবেক শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইশতিয়াক আবেদীন তার বক্তব্যে, এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ইউরোপে এআইইউবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কর্মরত আছেন তারা অবশ্যই এআইইউবির সাবেক শিক্ষার্থীদের জন্য ইউরোপে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours