‘জুলাই বিপ্লব’ ও আনসারদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেকে ঢাবি উপাচার্য

‘জুলাই বিপ্লব’ ও আনসারদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় শিক্ষার্থীদের চিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। 
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। 

এ সময় উপাচার্যের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
ঢাবি উপাচার্য ঢামেকের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ‘জুলাই বিপ্লবে’ আহত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা  সহায়তার আশ্বাস দেন। 
 বিপ্লবে আহত প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা ও আন্দোলনে নিহত ছাত্র-জনতার পরিবারকে ডেকে তাদের সঙ্গে আলোচনা সভা করার কথাও জানান তিনি। 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours